নিপুন খালা – পর্ব ১
শুভ খুব ফালতু ছেলে। লেখাপড়ায় খুব ভাল কিন্তু কথাবার্তা আর স্বভাব দেখলে বিশ্বাস করতেই চাইবে না মানুষ সে একজন ভাল ছাত্র। সবাই মনে করে টাকা আছে বলে সে একটা ইছরে পাকা ছেলে।। আসলে সে খুব খারাপ না। টাস টাস কথা বলে তাই মানুষ মনে করে বাজে ছেলে।।সেইদিন নিজের ছোট খালা যাকে শুভ খালমী ডাকে সে খুব বকা দিয়েছে কারন শুভ নাকি খালমীর বান্ধবীকে ইনবক্স করেছিল হাই বলে।।শুভ র খালমীর নাম নিপুন। নিপুন খুব সুন্দরী। ৫ ফিট লম্বা আর লিকলিকে গড়ন। খুব ষ্টাইলিষ্ট মেয়ে। একেতো সুন্দরী আবার তিন ভাই বোনের সবার ছোট। পিতামাতার প্রায় শেষ বয়সে সাধনার ফসল নিপুন।। ছোট বেলা বাবার সরকারি চাকরির সুবাধে বলেন দেশেও অনেকদিন লেখা পড়া করেছে। । নিজের ব্যাক্তিত্বের নিদর্শন পাওয়া যায় তার কথা আর চলা ফেরায়।। নিপুনের চোখ আর হাসি ভুবন জয় করা। পুরুষের বুকে আগুন ধরিয়ে দেয়। অনেকেই সাহস করে কাছে ভিরতে পারেনা।। বলা যায় একা একাই চলে। কয়েকজন বান্ধবী তার প্রান। আর শুভ তাদের মধ্যেই এক বান্ধবীকে হাই বলেছি নেহায়েত খালা মনে করেই। । নিপুন সেটাকে অসভ্যতা মনে করেছে।শুভর মন খুব খারাপ হয়ে গেল।। বাসায়...